Take a fresh look at your lifestyle.

সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : পদের সংখ্যা ৮৫

অনলাইনে আবেদন শুরু ১০ মার্চ

205

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২০তম গ্রেডে অন্তত ৮৫টি পদে ২০২১ সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনফরম পূরণকাজ ১০ মার্চ সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। আবেদনের শেষ তারিখ ৯ এপ্রিল বিকাল ৫টা।

শূন্য পদের নাম ও সংখ্যা :

যেসব শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো : ১. অফিস সহায়ক (পদের সংখ্যা ৩৭টি) ২. অফিস সহায়ক কাম চাবিরক্ষক (পদের সংখ্যা ৩টি) ৩. সহকারী ডেসপাস রাইডার (পদের সংখ্যা ৬টি) ৪. কামরা পরিচারক/পরিচারিকা (১২টি) ৫. নিরাপত্তা প্রহরী (১৮টি) ৬. পরিচ্ছন্নতা কর্মী (পদের সংখ্যা ৯টি)।

আবেদনের শর্তাবলী : আগ্রহী ব্যক্তিদের নিচের শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে :

১. সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ মার্চ ২০২১ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার ছেলেমেয়েদের সন্তানদের ক্ষেত্রেও বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

২. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৪. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ/অভিজ্ঞতার সনদ/কোটার সনদ বা প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র এবং লাইসেন্সের মূলকপি প্রদর্শন করতে হবে।

যেসব জেলার ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই :

মুন্সীগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, জামালপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নাটোর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এই জেলাগুলোর প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের লিংক : আগ্রহী ব্যক্তিদের নিচের লিংকটি ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে :
http://bps.teletalk.com.bd

আবেদনের সময়সীমা : অনলাইনে আবেদনফরম পূরণ ও ফি জমাদান শুরু হচ্ছে ১০ মার্চ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ৯ এপ্রিল বিকাল ৫টা। অনলাইনে আবেদনফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবা্ইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

পরীক্ষার ফি ৫৬ টাকা (ফি ৫০ টাকা, বাকি ৬ টাকা টেলিটকের সার্ভিস চার্জ)।

প্রবেশপত্র প্রাপ্তি : আবেদনকারীদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি তাদের মোবাইল ফোনে যথাসময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া নিচের দুটি ওয়েবসাইটের (http://bps.teletalk.com.bd; http://www.parliament.gov.bd) মাধ্যমেও পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে।

হটলাইন : অনলাইনে আবেদন করতে কোনো ধরনের সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করতে পারেন।

Source:Campusplanet

Comments are closed.