Take a fresh look at your lifestyle.

বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : পদের সংখ্যা ১৩৯

অনলাইনে আবেদন শুরু ৮ মার্চ

385

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক’র ১৩৯টি শূন্য পদে নিয়োগের চলতি ২০২১ সালের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ৮ মার্চ থেকে শুরু হচ্ছে।

পদের নাম ও সংখ্যা : যেসব পদে নিয়োগ হবে সেগুলো হলো মহাব্যবস্থাপক (১), উপ-মহাব্যবস্থাপক (৯), সহকারী মহাব্যবস্থাপক (২), ব্যবস্থাপক (৩), উপ-ব্যবস্থাপক (১০), উপ-নিয়ন্ত্রক (১), উপ-প্রধান প্রকৌশলী (২), সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা (১), নির্বাহী প্রকৌশলী (২), সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ, ১), সহযোগী অনুষদ সদস্য (৩), ডাটা এনালিস্ট, প্রযুক্তি কর্মকর্তা ও পরিকল্পনা কর্মকর্তা (১টি করে পদ), সম্প্রসারণ কর্মকর্তা (২০টি), প্রমোশন কর্মকর্তা (১৬টি), প্রশাসনিক কর্মকর্তা (২), হিসাবরক্ষণ কর্মকর্তা (৩), গবেষণা এবং জরিপ ও তথ্য কর্মকর্তা (১টি করে পদ), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেশন (২৫টি), টেলিফোন অপারেটর (৫টি), রিসেপশনিস্ট (২টি)সহ আরও বেশ কিছু পদ।

প্রকাশকাল: ৫মার্চ ২০২১

আবেদনের সময়সীমা : আবেদন ৮ মার্চ সকাল ১০টা থেকে শুরু হচ্ছে।

শেষ সময় ৮ এপ্রিল বিকাল ৫টা।

 

অনলাইনে আবেদনের লিংক : আগ্রহীদের নিচের লিংকটি ব্যবহার করে আবেদন করতে হবে :
http://bscic.teletalk.com.bd

 

Comments are closed.