Take a fresh look at your lifestyle.

৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

359

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৩০ মার্চ নয়, ঈদের পর খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ওই বছরের ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়।

Source: BDJournal

Comments are closed.