Take a fresh look at your lifestyle.

চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ

173

চীন সম্ভবত গণহত্যা চালিয়েছে দেশটির শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের এবং সংখ্যালঘুদের ওপর।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি (সিইসিসি) সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সিইসিসি-এর পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পাওয়া তথ্য প্রমাণাদিতে জানা গেছে গত বছরে মানবতাবিরোধী অপরাধ- সম্ভবত গণহত্যা চালাচ্ছে চীন।

সিইসিসি-এর সহ-সভাপতি ডেমোক্র্যাট প্রতিনিধি জিম ম্যাকগোভারন উইঘুরদের ওপর চীনের এমন পদক্ষেপকে বেদনাদায়ক এবং নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। সেইসঙ্গে তিনি কংগ্রেস এবং আসন্ন বাইডেন প্রশাসনকে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কয়েক লাখ উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে এবং তাদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে চীন।

তবে চীন বরাবরই এসব অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

Comments are closed.