Take a fresh look at your lifestyle.

গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0 77

নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীতে ডুবে আব্দুল্লাহ আল আমিন নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার চাঁচকৈড় ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চাঁচকৈড় পুরান পাড়া মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী মো. রিপনের ছেলে।
এদিকে, সময়মতো অক্সিজেন দিতে না পারায় শিশুটিকে বাঁচানো যায়নি, এমন অভিযোগ এনে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেবিল চেয়ার ভাঙচুর করেছে শিশুটির স্বজনরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বেলা ১২টার দিকে আব্দুল্লাহ আল আমিন নামের শিশুটি সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে গুমানী নদীতে নিখোঁজ হয়। বেলা ২টার দিকে নদীর একপাড়ে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বজনরা হাসপালের চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুটির বাবা মো. রিপন অভিযোগ করেন, হাসপাতালে আনার সময় ছেলে জীবিত ছিল। হাসপাতালে অক্সিজেন না থাকায় তার মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.