Take a fresh look at your lifestyle.

শেখ রাসেল দিবস পালন হবে প্রাথমিক বিদ্যালয়ে

144

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দপ্তরগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অধিদপ্তরের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন।

এই দিনটিকেই শেখ রাসেল দিবস হিসেবে পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।

সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অধীন সব দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে এতে।

“পিটিআই সুপারিনটেনডেন্টরা তার অধীন সব দপ্তর ও প্রতিষ্ঠানকে অবহিত করবেন। উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইন্সট্রাক্টররা তার অধীনস্থদের অবহিত করবেন।”

Comments are closed.