শিক্ষা মন্ত্রণালয় আগামী ১ আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার তৈরির করার নির্দেশ দিয়েছে। ওই ব্যানার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে টাঙাতে হবে।
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানাতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যনার টাঙানোর নির্দেশনা সরকারিভাবে দেওয়া হয়েছে।
সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ড্রপডাউন ব্যানারের নমুনার আলোকে ওই ব্যানার প্রস্তুত করতে হবে।
নির্দেশনায় বলা হয়, বঙ্গবন্ধুর ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যেশে সরকারি কর্মসূচি পালনের পাশাপাশি সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ওপর থেকে নিচ পর্যন্ত ড্রপডাউন ব্যানার লাগানোর ব্যবস্থা গ্রহণ করা করতে হবে।
Comments are closed.