Take a fresh look at your lifestyle.

গাঁজা খাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রীসহ হাতে নাতে আটক ৩

0 179

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে রাজধানীর ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও আরো এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম।

শুক্রবার( ৫ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, তারা টিএসসিতে ভিতরে গাঁজা সেবন করছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মাদক সেবনের অভিযোগ তিন জনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছ। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ কে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

Leave A Reply

Your email address will not be published.