Take a fresh look at your lifestyle.

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার তথ্য সঠিক নয়

350

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বরাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দশ দিনের সাধারণ ছুটি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।
রোববার (২১ মার্চ) কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে অনুষ্ঠান চলছে, মানুষ উদযাপন করছে যথাযোগ্য মর্যাদায়। আমাদের যদি ছুটি প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে হয়তো অনুষ্ঠান শেষে নেওয়া হতে পারে।

source: sonalinews

Comments are closed.