Take a fresh look at your lifestyle.

প্রাথমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া প্রকাশ

403

প্রাথমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য এ আইনের খসড়াটি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ নভেম্বর) এ আইনের খসড়াটি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় বলছে, প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়ার ওপর মতামত সুপারিশ আগামী ২৫ নভেম্বরের মধ্যে ইমেইলে (sasad1@mopme.gov.bd) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

গণশিক্ষা মন্ত্রণালয় আরও বলছে, প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়ার ওপর মতামত ও সুপরিশ জানতে তা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়। সেসব সুপারিশের ওপর গত ২৪ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যাচাই শেষে প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী আইনের খসড়া জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হলো।

innovativeeducation.com.bd পাঠকদের জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়া তুলে ধরা হলো।

Comments are closed.