Take a fresh look at your lifestyle.

প্রাথমিক শিক্ষকরা আইডি কার্ড পাবেন যেভাবে

725

সরকারি বিভিন্ন পেশাজীবীদের পরিচয়পত্র বা আইডি কার্ড থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইডি কার্ড ছিল না। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। প্রাথমিক শিক্ষকরা আইডি কার্ড পাচ্ছেন। তবে অনেক শিক্ষকই জানেন না কিভাবে আইডি কার্ড প্রস্তুত হবে। দৈ‌নিক শিক্ষাবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো যেসব নিয়মে প্রাথমিক শিক্ষকরা আইডি কার্ড তৈরি করবেন –

১) ওয়েবসাইটে দেওয়া নমুনা অনুসারে পরিচয়পত্র প্রস্তুত করতে হবে, ফলে সারা দেশে অভিন্ন আকারে আইডি হবে।

২) প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানার নির্বাহী কর্মকর্তা।

৩) অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানদের পরিচয়পত্র প্রদান করবেন।

৪) দাপ্তরিক পরিচয়পত্র ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা পরিচয়পত্রের নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ই-প্রাইমারি স্কুল সিস্টেম থেকে সংগ্রহ করে তার আওতাধীন সকলকে জানাবেন।

৫) কর্মরত শিক্ষক, কর্মচারী তার তথ্য ও ছবি নমুনায় সংযোজন করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে দাখিল করবেন।

৬) নিয়ন্ত্রণকারী কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষক পিন নম্বর সংযোজিত করে পরিচয়পত্রে সই করে ব্যবহারকারীকে প্রদান করবেন।

৭) পরিচয়পত্র সংরক্ষণ ও ব্যবহার করবেন। কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজেও সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করবেন।

৮) পরিচয়পত্র তৈরিতে কালার প্রিন্ট ও লেমিনেশন করতে হবে। বিদ্যালয়ের ক্ষেত্রে স্লিপ ফান্ড এবং অন্য ক্ষেত্রে অফিস আনুষঙ্গিক খাত থেকে খরচ করা যেতে পারে।

Comments are closed.