Take a fresh look at your lifestyle.

এমপিওভুক্ত হতে পারছেন না প্রধান শিক্ষকগণঃ নীতিমালার অসঙ্গতি

0 105

 

এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতার অসঙ্গতিতে এমপিওভুক্ত হতে পারছেন না বেশ কয়েকজন প্রধান শিক্ষক। নীতিমালা অনুসারে ৩ বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার পর প্রধান শিক্ষক হয়েও তারা এমপিওভুক্ত হতে পারছেন না।

এমপিও নীতিমালায় ১০ বছরের সহকারী শিক্ষকের যোগ্যতায় সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার সুযোগ দেয়া হলেও প্রধান শিক্ষক পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। তাই, সহকারী প্রধান শিক্ষকরা ৩ বছর কর্মরত থাকার পরও প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে এমপিওভুক্ত হতে পারছেন না। কারণ, ১০ বছর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার পর নীতিমালা অনুসারেই সহকারী প্রধান শিক্ষক হয়েছিলেন তারা। তাই প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে সহকারী শিক্ষক পদে ২ বছরের অভিজ্ঞতার ঘাটতি আছে। তাই, এসব প্রধান শিক্ষকের এমপিওর আবেদন অগ্রায়ণ করছেন না আঞ্চলিক উপপরিচালকরা।

দীর্ঘদিন এমপিওভুক্ত হতে না পেরে শিক্ষকরা মানবেতর দিন কাটাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে নিজেদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছেন তারা। একই সাথে দ্রুত তাদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকরা।

Leave A Reply

Your email address will not be published.