HTML এর ইতিহাস
html: ইউরোপীয় বিজ্ঞানী টিম বার্নারস লি (Tim Berners Lee) 1980 সালে CERN (দ্যা ইউরোপীয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ) এর একজন ঠিকাদার ছিলেন।
১৯৮০ এর শেষের দিকে সার্নে একজন ফিজিসিস্ট হিসাবে কর্মরত ছিলেন।
ঐ সময়ে সর্ব প্রথম CERN গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য ENQUIRE prototype নামে একটি সিস্টেম এর প্রস্তাব দেন।
১৯৮৯ সালে ইউরোপের পার্টিক্যাল ফিজিক্স ল্যাবরেটোরির একজন কম্পিউটার বিশেষজ্ঞ থাকাকালীন ইন্টারনেট ভিত্তিক হাইপার টেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন অর্থ্যাৎ ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন।
১৯৯০ সালে তিনি ব্রাউজার এবং সার্ভারের সফটওয়ারে HTML এর উল্লেখ করেন।
এ সালেই বার্ণাস লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইন্জিনিয়ার Robert Cailliau যৌথভাবে সার্নকে এ প্রকল্পের জন্য অর্থায়ন করার জন্য অনুরোধ করেন।
কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে সার্ন দ্বারা গৃহীত হয়নি। ১৯৯০ সালেই তিনি HTML নিয়ে গবেষণা শুরু করেন।
HTML তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল বৈজ্ঞানীক গবেষণার তথ্য-উপাত্ত দ্রুত সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আদান প্রদান করা এবং এই সনের মধ্যেই তিনি HTML Language তৈরির কাজ সম্পন্ন করেন।
তার আবিষ্কারের আগে ইন্টারনেট এর মাধ্যমে যোগাযোগ শুধু সাধারণ টেক্সট, ইমেইল এর মতো প্রযুক্তি, FTP (File transfer protocol) এবং Usenet ভিত্তিক আলোচনার মাধ্যমেই সীমাবদধ ছিল।
HTML এর আবিষ্কার একটি কেন্দ্রিয় সার্ভারে রাখা বিভিন্ন তথ্যকে সাজিয়ে সেটাকে ব্রাউজারের মাধ্যমে দেখার সুযোগ সৃষ্টি করে।
এটা রিচ ডকুমেন্ট (যেখানে লেখালেখি নানাভাবে সাজানো হয় এবং ছবি দেখানোর ব্যবস্থা থাকে।)দেখার সুবিধাকে আরও সহজ করে দেয়।
১৯৯০ সালেই NCSA কর্তৃক ডেভেলোপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML এর পরিচিতি লাভ করে।
তিনি অলাভজনক জনসেবামূলক প্রতিষ্ঠান ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর তত্তাবধায়ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C)এর ডিরেক্টর।
১৯৯১ সালে HTML, ১৯৯৩ সালে HTML+, ১৯৯৫ সালে HTML 2.0, ১৯৯৫ সালে HTML 3.0 এবং ১৯৯৭ সালের জানুয়ারিতে W3C কর্তক প্রথম ডেভেলোপকৃত HTML 3.2 প্রকাশিত হয় এবং ঐ বছরের শেষের দিকে HTML 4.2 প্রকাশিত হয়।
সর্বশেষ ২০১০ সালে HTML 5 অর্থাৎ HTML এর সর্বশেষ ভার্সন বের হয়।
যার উন্নয়ন কাজ সম্পন্ন এবং নতুন আদর্শমান। Web এ অডিও, ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ্ (Standard) যোগ করা হয়েছে।
HTML অর্থাৎ Hyper Text Markup Language হলো একটি Format যাতে বিভিন্ন প্রকারের Formatting এবং Hyperlink ব্যবহার করা যায়।
প্রকৃত অর্থে HTML কোন Programming Language নয় বরং এটি একটি Markup language যা একসারি Mark up tag এর সমন্বয়।
ইন্টরনেট এ অর্থাৎ ওয়েব সাইট এ HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওয়েব ডিজাইন শিখতে হলে বা করতে হলে আপনাকে অবশ্যই HTML জানতে হবে।
এইচ টি এম এল হল ওয়েব ডিজাইনের মূল ভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়।
আপনি যদি নিজেকে একজন ভাল দক্ষ ওয়েব ডিজাইনার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান বা ওয়েব ডেভেলোপার হয়ে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই এটি জানতে হবে। HTML হলো Hyper Text Markup Language.
তবে এটি কোনভাবেই Programming Language নয়। অনেক সময়েই HTML কে Markup Language ও বলা হয়।
এটি কতকগুলো Markup Tag এর সমষ্টি আর এর কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন উপাদান বা এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা।
যে কোন একটি ওয়েব পেজে অ্যানিমেশন, ভিডিও, অডিও, লেখা, ছবি বা ফটো ইত্যাদি উপাদান থাকতে পারে।
আর এই উপাদানগুলো ওয়েব পেজে কিভাবে প্রদর্শন করানো হবে তা নির্ধারন করাই হলো এই Markup tag বা HTML Tag এর কাজ।
আমরা অনেক সময়েই বিশেষ করে প্রথম দিকে কোন ওয়েব সাইটের মধ্যে এই এলিমেন্ট বা উপাদানকে কিভাবে সাজানো হয়েছে তা দেখতে গিয়ে সেই ওয়েব পেজের উপর রাইট ক্লিক করে Vew Page Source এ ক্লিক করতাম।
তার ফলে যে লেখাগুলো আসতো তার মধ্যে প্রথমেদিয়ে শুরু করে শেষের দিকেলেখা দেখতে পারতাম। আসলে এই দুটির মধ্যে যা দেখতে পাওয়া যেত তাই HTML Code.
বুঝা গেল আশা করি।
HTML Practice করার জন্য কোন এডিটরের প্রয়োজন হয় না।
তবে আপনি ইচ্ছা করলে এডিটর ব্যবহার করতে পারবেন।বিশেষ করে Notpad++ দিয়েই আমি Practice করি।
HTML শিখার জন্য কোন ওয়েব সার্ভার বা ওয়েব সাইটের এর প্রয়োজন হবে না।
তবে থাকলে তা সাথে সাথে টেস্ট করে দেখা যায় বা সাইটের কাজ এগিয়ে থাকে।ব্রাউজার দিয়েও টেস্ট করা যায় সুতরাং নিশ্চিন্ত মনে সাথে থাকুন ও শিখতে থাকুন।
সংক্ষেপে : এইচটিএমএল ফাইল হলো :
HTML হলো Hyper Text Markup Language.
এটি ক্ষুদ্র Markup Tag এর ধারক, Markup Tag আমাদের জানায় কিভাবে ওয়েব পেজটি কিভাবে ব্রাউজারে প্রদর্শণ করবে।
এটির অবশ্যই htm অথবা html extension থাকতে হবে। এটি নরমাল টেক্স ইডিটর দিয়ে তৈরি করা যায়।
See more about income from online
Comments are closed.