প্রধান শিক্ষক আটক :কুরবানি নিয়ে আপত্তিকর মন্তব্য করায়
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরবানি নিয়ে মন্তব্য করে ধর্ম অবমাননার অভিযোগে পবিত্র রায় নামের এক শিক্ষক কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই,২০২১) বিকেলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে।
এর আগে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষী জহির রায়হান থানায় ওই শিক্ষককের নামে থানায় অভিযোগ দেন।
পবিত্র রায় তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি তিনি।
জানা যায়,গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরবানি নিয়ে মন্তব্য করে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন অভিযুক্ত শিক্ষক পবিত্র রায়।
এরপর মূহুর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হলে এই পোস্টের প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা।এরপর আজ সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার একটি মামলা দায়ের হলে সেই শিক্ষক কে আটক করে পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান,অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় এখন আমাদের হেফাজতে আছেন।এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। – মুক্ত প্রভাত
পরবর্তীতে ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত দিয়ে করা পোস্টটি তিনি ভুল স্বীকার করে ডিলিট করেন। তবে তিনি যা বলেছেন তার বিষয়কে আসলে তিনি ভুল করেছেন নাকি ভুল করে পোস্ট করেছেন তা বোধ গম্য নয় । তিনি লিখেছেন-
Comments are closed.