Take a fresh look at your lifestyle.

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা জানা যাবে আগামীকাল

193

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কি-না জানা যাবে আগামীকাল বুধবার। করোনা বৈশ্বিক মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার ভার্চুয়াল মাধ্যমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি  বলেন, অতিমারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহোদয়ের ভার্চুয়াল প্রেস কনফারেন্স আগামী ২৬ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানায় শিক্ষার্থীরা।

 

Comments are closed.