Take a fresh look at your lifestyle.

নিবন্ধন- ফি ছাড়াই শিক্ষক নিবন্ধন সনদ যাচাই ইমেইল

248

নিবন্ধন- শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন আগামী ১ জুলাই থেকে ইমেইলে গ্রহণ করবে এনটিআরসিএ বলে জানা গেছে।

অনলাইনে আবেদন গ্রহণের পর ও অনলাইনেই যাচাই প্রতিবেদন দেয়া হবে।

সেবাপ্রাপ্তি সহজ করতে এ ব্যবস্থা করা হয়েছে বলে এনটিআরসিএ সূত্র জানিয়েছে।

গত সোমবার (২১ জুন) এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, সেবাসমূহ সহজিকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন এখন থেকে অনলাইনে গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে এবং অনলাইনে তার যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে।

আর অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদনের পদ্ধতিও জানিয়েছে এনটিআরসিএ।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের কোন নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন সনদ যাচাই করতে ইচ্ছুক তাদের নির্দিষ্ট ইমেইল (office@ntrca.gov.bd) ঠিকানায় সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে ৩০০ ডিপিআই (300 dpi) রেজুলেশনে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিংসহ পাঠাতে হবে।

যে ইমেইল ঠিকানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরোয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে।

সূত্রে উল্লেখিত এ আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে।

 

এনটিআরসিএ আরও বলছে, ফরোয়ার্ডিং পত্রে উল্লেখ করা ইমেইল ঠিকানায় যাচাই প্রতিবেদন প্রেরণ করা হবে। এনটিআরসি এর ওয়েবসাইট থেকেও যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

এনটিআরসিএ সূত্র মতে, নিবন্ধিত শিক্ষকদের সনদ যাচাইয়ের জন্য কোন ফি দেয়ার প্রয়োজন নেই।

 

শিক্ষা বিষয়ক নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

তাছাড়া এখানে ডিপিএড সংক্রান্ত বিভিন্ন সংবাদ, তথ্য, উপাত্ত বা বিষয়ভিত্তিক বিষয় আলোচনা করা থাকে।

আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইট দেখে মূল্যবান পরামর্শ দেবেন বলে আমাদের বিশ্বাস।

আরও সংবাদ দেখুন

আপীল  টাইম স্কেল বিষয়ক

ntrca site link

Comments are closed.