শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৩০ মার্চ নয়, ঈদের পর খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ওই বছরের ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়।
Source: BDJournal
Comments are closed.