Take a fresh look at your lifestyle.

নাটোরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রের মৃত্যু

139

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় ইয়াকুব আলী (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।

গত রোববার রাত ১১টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের চক-কালিকাপুর গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত ইয়াকুব আলী একই এলাকার মোতালেব হোসেনের ছেলে এবং চক-কালিকাপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
ইয়াকুব আলীর পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বন্ধুরা সবাই মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে, তাই ইয়াকুব আলী তার বাবাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্যে চাপ দেয়। কিন্তু তার বাবা তাকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগে অভিমানে সবার অলক্ষ্যে সে বাড়েতে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়।

এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে চিকিৎসার জন্যে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহটি নাটোর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।-মুক্তপ্রভাত

Comments are closed.