Take a fresh look at your lifestyle.

জাতীয়করণের দাবিতে কাল ৬৪ জেলাতে একযোগে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন শিক্ষকেরা

158

জাতীয়করণের দাবিতে কাল ৬৪ জেলাতে একযোগে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন শিক্ষকেরা
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি শিক্ষকদের বহু দিনের। এই দাবি পূরণে আগামীকাল রোববার (৯ মে) প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন শিক্ষকেরা।
স্মারকলিপিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জোড়ালোভাবে তুলে ধরা হবে। তবে অভিনবভাবে একযোগে দেশের ৬৪ জেলা থেকেই জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেবেন তাঁরা।

স্মারকলিপি প্রদানের এই তথ্যটি দৈনিক মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিায়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি।
ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি জানান, সরকারের রাজস্বে কোন খাটতি হবেনা যদি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ফেরত নিয়ে জাতীয়করণ করা হয়। তাছাড়া মানসম্মত শিক্ষা এবং এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অপহার্য।

SOURCE: MUKTOPROVAT

Comments are closed.