Take a fresh look at your lifestyle.

মাদরাসার প্রধানদের টেলিফোন নম্বর ও ইমেইল পাঠানোর নির্দেশ

273

সব মাদরাসার ওয়েবসাইট-ইমেইল অ্যাড্রেস ও মাদরাসা প্রধানদের টেলিফোন নম্বর চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ৭ কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে মাদরাসাগুলোকে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে সরকারি বেসরকারি সব মাদরসায় চিঠি পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব সরকারি-বেসরকারি মাদরাসার ওয়েবসাইট এবং ইমেইল অ্যাড্রেস জানা আবশ্যক। নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে মাদরাসাগুলোকে।

ছকে, জেলা, উপজেলা বা থানার নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের ইমেইল, ওয়েবসাইট অ্যাড্রেস, প্রতিষ্ঠান প্রধানের টেলিফোন বা মোবাইল নম্বর পাঠাতে বলা হয়েছে। ইমেইলে ও হার্ডকপিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে মাদরাসাগুলোকে।

একইসাথে সব সরকারি বেসরকারি মাদরাসা থেকে এসব তথ্য পাঠানো নিশ্চিত করতে সব জেলা প্রশাসক, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

Comments are closed.