Take a fresh look at your lifestyle.

স্কুলশিক্ষক জোসে পেদ্রো কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত

143

বামপন্থী নেতা, স্কুল শিক্ষক জোসে পেদ্রো কাস্তিলিও পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২৮ জুলাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন । নির্বাচনী জুরি বোর্ড দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ৫১ বছর বয়সী এ ট্রেড ইউনিয়নিস্টের নাম ঘোষণা করে।
প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমুরির আনা নির্বাচনে জালিয়াতির অভিযোগ পর্যালোচনা শেষে পেদ্রো ক্যাস্টিলোকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগের ছয় সপ্তাহ পর এ ঘোষণা আসলো। জুরি এই ভোট গণনাকে বৈধতা দিয়েছে।

জেএনই (ন্যাশনাল জুরি অব ইলেকশন) প্রধান জর্জ লুইস সালাস এক ভার্চুয়াল অনুষ্ঠানে ক্যাস্টিলোকে পেরুর প্রেসিডেন্ট ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে, ক্যাস্টিলোক ৫০.১২ শতাংশ ভোট পেয়েছেন যা ফুজিমুরির চেয়ে ৪৪ হাজার বেশি। পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন।

কাস্তিলিও একজন সাবেক স্কুলশিক্ষক। চার বছর আগে দেশটির শিক্ষকদের বেতন নিয়ে এক ধর্মঘটে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন।

চূড়ান্ত রায় পাওয়ার পর কাস্তিলিও রাজধানী লিমায় এক ভাষণে বলেছেন, ‘আমরা একসঙ্গে দেশকে ঐক্যবদ্ধ করবো। গণতন্ত্রের বিরুদ্ধে যা কিছুই হোক না কেন তা প্রত্যাখ্যান করবো।’ -খবর বিবিসি।

 

আন্তর্জাতিক সংবাদ পড়ুন :

শিক্ষা উপকরণ কী, শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার

একজন আদর্শ শিক্ষক এর ভূমিকা ও দায়িত্ব

Comments are closed.