Take a fresh look at your lifestyle.

ধারাবারিষায় ঈদ পরবর্তী আয়োজন ফুটবল খেলা

223

ধারাবারিষায় ঈদ পরবর্তী আয়োজন ফুটবল খেলা

খেলাধুলা মন এবং শরীর উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এ কথা আমরা সবাই জানি।

পর্যাপ্ত মাঠের অভাবে এবং উদ্দ্যেগের অভাবে খেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি উপেক্ষিত।

বিশেষ করে ক্রিকেটের কারনে ফুটবল খেলার প্রচলন অনেক কমে গেছে। বিশেষ করে দর্শক কমতি উল্লেখ করার মতো।

এর মাঝেও কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে ফুটবল খেলা প্রাণ ফিরে পাচ্ছে। আজকের খেলাটির সংবাদ যাকে উদ্দেশ্য করে তিনি হলেন ফুটবল প্রেমী শিক্ষক মোঃ মাসুদুর রহমান।

রমজানের কারনে খেলাটি বন্ধ থাকলেও পুনরায় তা আবার শুরু হতে যাচ্ছে যেনে সকলেই খুশি।

 

খেলাটির একজন দর্শক মোঃ সোহাগ আরেফিন বলেন- এ ধরনের আয়োজন খুব একটা চোখে পড়ে না। এমন আয়োজনে আমি খুব খুশি।

ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন, ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।

কিন্তু ফুটবল খেলায় বেশিরভাগ সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। ফলে দিন দিন খেলাটির আয়োজন হ্রাস পাচ্ছে। খেলাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

 

ফুটবল প্রেমি মোঃ মাসুদুর রহমানের ফেসবুক ওয়াল থেকে তার কথাগুলো হুবহু তুলে ধরা হলো-

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, খেলার রাজা ফুটবল ”
“””””””””””””””””””””””””””””””””””‘”‘”””””””””””””””””
সকল ক্রীড়ামোদী দর্শকদের জানানো যাচ্ছে যে, আপনাদের পবিত্র ঈদুল ফিতরের ঈদ পরবর্তী

আনন্দ বাড়িয়ে দিতে আসন্ন ঈদুল ফিতরের তৃতীয় দিন (ঈদের ২ দিন পর) ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে “ধারাবারিষা ফুটবল একাডেমি” বনাম “বিয়াঘাট ফুটবল একাদশ”এর মধ্যে
“বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম” প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সভাপতিঃ-
বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্জ্ব জনাব মোঃ রবিউল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার
গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ।
প্রধান অতিথিঃ-
জনাব আহম্মদ আলী মোল্লা, সদস্য, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।
উদ্বোধকঃ-

মোঃ রাসেল হোসাইন
প্রবাসী, অক্লাহমা, আমেরিকা।
বিশেষ অতিথি বৃন্দঃ-
#জনাব মোছাঃ হাজেদা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগ
#বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সোলাইমান আলী বিশ্বাস
#বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহাদাত হোসেন
#বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইসাহক আলী
#বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জীবন সরকার গেদু
#জনাব মোঃ মোনায়েম হোসেন জেমস, যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্রলীগ।
আমন্ত্রনেঃ-
“”””””‘””””””””‘”
মোঃ মাসুদুর রহমান
ম্যানেজার
ধারাবারিষা ফুটবল একাডেমি এবং
ডাঃ মোঃ আক্তারুজ্জামান লিটন।
আয়োজনেঃ-
——————–
ধারাবারিষা ফুটবল একাডেমি, গুরুদাসপুর, নাটোর।।
উক্ত খেলা দেখার জন্য আপনি / আপনারা স্ব-বান্ধব আমন্ত্রিত।
ধন্যবাদ।
বিঃ দ্রঃ- উক্ত খেলা সরাসরি ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও করে ফেসবুক লাইভে সম্প্রচার করা
হবে।

খেলাটি যেন প্রাণ ফিরে পায় তার জন্য সকলের সহযোগিতা চান তিনি।

 

খেলাধুলার সকল সংবাদ দেখুন

উইকিপিডিয়ায় খেলা

Comments are closed.