কবিতা : সোনামনির স্কুল

কবিতা :   সোনামনির স্কুল

                    মোঃ ইনতাজ আহম্মেদ

 

ছোট্ট সোনার বায়না শোন
                   আর রবে না ঘরে,
ইস্কুলেতে যাবে সোনা
                   রাত পোহাবার পরে।
 
ঘুম নেই তার দুই চোখেতে
                কখন হবে ভোর?
রবির আলো ঐ দেখা যায়
                খোল মাগো দোর।
 
স্যার বলেছেন উঠতে ভোরে
                হাঁটতে খালি পায়ে,
স্বাস্থ্য ভালো হবে যদি
                বাতাস লাগে গায়ে।
 
ভোরের আলো গায়ে মেখেই
                   উঠে সোনা রোজ,
ইস্কুলেতে যাবে কখন
                   শুধুই সেই খোঁজ।
 
ইস্কুলেতে অনেক মজা
             আছে অনেক খেলনা,
খেলার ছলেই শিখছে সোনা
              ইস্কুলে ভয় পায়না।
মোঃ ইনতাজ আহম্মেদ

(লেখক পরিচিতি: মোঃ ইনতাজ আহম্মেদ, সহকারী শিক্ষক,

সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলডাঙ্গা, নাটোর।

তিনি একাধারে কবি এবং আবৃত্তিকারক)

Scroll to Top