Take a fresh look at your lifestyle.

‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি: অবশেষে স্বপ্নপূরণ

শুক্রবার মুম্বইতে প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি পর্ব সেরে ফেলেছেন করিমুল হক।

205

সবার প্রিয় ডুয়ার্সের ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের জীবন এবার স্থান করে নিতে চলেছেন সেলুলয়েড। তৈরি হবে করিমুল হকের বায়োপিক। যদিও গত দুবছর ধরেই জলপাইগুড়ির পদ্মশ্রী প্রাপ্ত ‘অ্যাম্বুলেন্স দাদা’ কে নিয়ে সিনেমা তৈরির কথা শোনা যাচ্ছিল। তবে নানান কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে স্বপ্ন বাস্তাবায়িত হতে চলেছে। শুক্রবার মুম্বইতে প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি পর্ব সেরে ফেলেছেন করিমুল হক।

শুক্রবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ছিলেন পরিচালক বিনয় মুদগাল। তিনিই ‘অ্যাম্বুলেন্স দাদা’র জীবন নির্ভর ছবির পরিচালক। জলপাইগুড়ির এক অখ্যাত গ্রাম রাজাডাঙার বাসিন্দা করিমুল হক। ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামেই পরিচিত তিনি। পদ্মশী পাওয়ার পরই তাঁর পরিচয় গোটা দেশের মানুষ জানতে পারেন।

সূত্র: জিনিউজ

 

Comments are closed.