Take a fresh look at your lifestyle.

শিক্ষা কর্মকর্তাকে মন্ত্রণালয়ে তলব

301

 

একজন শিক্ষা কর্মকর্তাকে বিভাগীয় মামলার শুনানিতে তলব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাদারীপুর সদর উপজেলার শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা বেগম রাশিদা খাতুনকে তলব করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি বেগম রাশিদা খাতুনের নামে বিভাগীয় মামলা হয়। এ মামলার ব্যক্তিগত শুনানিতে তাঁকে গণশিক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

আরও জানা গেছে, গণশিক্ষা সচিবের দপ্তরে অভিযুক্ত কর্মকর্তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল বিকেলে।

উল্লেখিত নির্দেশনাটি হলো-

Comments are closed.