চলমান কড়াকড়ির মধ্যেই কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারও (৮ এপ্রিল)। তবে এ পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এদিনই পরীক্ষার শেষ দিন। পরীক্ষা দ্রুত শেষ করতে সময় এগিয়ে এনেছে কর্তৃপক্ষ।
বুধবার এক বৈঠক শেষে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার দাওরায়ে হাদিসের পরীক্ষা সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। দেশের লকডাউন পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং পরীক্ষা সুন্দরভাবে শেষ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কওমি শিক্ষা বোর্ড জানায়, আগামীকাল দুই বিষয়ের পরীক্ষা একসাথে নেয়া হবে। প্রথমে ত্বহাবী শরীফের পরীক্ষা হবে। শেষে মুওয়াত্তানের পরীক্ষা হবে। বিস্তারিত পরীক্ষা-পদ্ধতি পরীক্ষার আগেই জানিয়ে দেয়া হবে। প্রশ্ন করার ক্ষেত্রেও বিষয়টির প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হবে।
পরীক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, শুধু মুওয়াত্তানের (যেমনী) পরীক্ষার্থীরা সকাল ৯টায় এবং অন্যরা ৭টা ৪৫ মিনিটের আগেই পরীক্ষার হলে প্রবেশ করবেন।
পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা অনতিবিলম্বে পরীক্ষার প্রবেশপত্র/নিবন্ধনপত্র সঙ্গে নিয়ে নিজ নিজ বাসস্থানে চলে যাবেন।
বুধবার ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন বলেন, ‘গত ৩ তারিখ থেকে আমাদের এ পরীক্ষা কার্যক্রম চলমান। আজকেও দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। আগামীকাল শেষ হবে।’
সব আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে সরকার পুনরায় নির্দেশনা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের ওই নির্দেশনা আমাদের কাছে আছে। সেখানে পরীক্ষা বন্ধের ব্যাপারে কোনো কথা নেই। আমাদের আবাসিক-অনাবাসিক সব প্রতিষ্ঠান বন্ধ আছে। পরীক্ষা সরকারের অনুমতি সাপেক্ষেই নেয়া হচ্ছে।’
দেশব্যাপী ২২২টি পরীক্ষাকেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে। -জাগোনিউজ
Comments are closed.