Take a fresh look at your lifestyle.

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি সম্পন্ন ৭৫ শতাংশ

197

স্বাস্থ্যবিধি বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টদের কাছে জানা গেছে।

আগামী ৩০ মার্চ খুলতে যাচ্ছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা। বিষয়টি মাথায় রেখে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ এক বছর বন্ধ ছিল এসব শিক্ষা প্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তৈরি হয়। সেগুলো সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করাসহ নানা কার্যক্রম।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক এ এম মনছুরুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের আগে থেকেই চলমান রয়েছে। যেসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত নানাবিধ সমস্যা আছে আমাদের জেলা কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো খোঁজ নেয়া হয়েছে। এছাড়া, উপজেলা কর্মকর্তারাও আমাদের যেসব তথ্য দিয়েছে সেগুলো যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বার্ষিক উন্নয়ন ভাতা হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১ লাখ টাকা করে বাজেট থাকে। সেটি বছরের প্রথম ছয় মাসে ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও আমরা সেখানে এক লাখ টাকা দিচ্ছি। যাতে উন্নয়নকাজ কোনোভাবে ব্যাহত না হয়। ইতোমধ্যে আমাদের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে স্কুল খোলার আগে আগেই আমাদের পূর্ণ প্রস্তুতি নেয়া সম্ভব। এক্ষেত্রে আমাদের শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সহযোগিতা করছে।’

Comments are closed.