Take a fresh look at your lifestyle.

পাঞ্জাবের সকল স্কুলে কুরআন শিক্ষা বাধ্যতামূলক

165

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারি ও বেসরকারি সকল বিদ্যালয়ে পবিত্র কুরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। জিও টিভির সংবাদ মতে, প্রাথমিক স্তরের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তা বাধ্যতামূলক করা হয়।

পাঞ্জাব পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (পিসিটিবি) তাদের এক বিবৃতিতে বলে, পাঞ্জাব সরকার বাধ্যতামূলক কোরআন শিক্ষা আইন-২০১৮ অনুসারে প্রদেশের প্রাথমিক স্তরের সব মুসলিম শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। মাদরাসা শিক্ষাও এর মধ্যে অন্তুর্ভূক্ত হবে।

পিসিটিবি এর ৮৩তম বোর্ডসভায় পাঠ সংক্রান্ত এ পরিকল্পনা পুনঃ নিরীক্ষণ করা হয় এবং প্রাথমিক স্তরে নাজেরা কুরআন পাঠ আলাদা আবশ্যিক বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। আবশ্যিক এ বিষয়ের জন্য সপ্তাহে তিন থেকে চারটি ক্লাস হবে। তাছাড়া পরীক্ষাতেও এটি অন্তভূক্ত করা হয়েছে এবং এর উত্তীর্ণ হওয়ার মার্ক ৫০ নাম্বার নির্ধারণ করা হয়।

Comments are closed.