Take a fresh look at your lifestyle.

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন শীঘ্রই

422

বর্তমানে প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন এবং বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে এক দিন করে চলছে। শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস আপাতত বন্ধ রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানিয়েছেন, তাঁরা করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও আরও এক দিন বাড়িয়ে সপ্তাহে দুই দিন করার চিন্তা ভাবনা রয়েছে। দ্রুতই আমরা চিঠি দিয়ে জানাবো।

সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এখন বিভিন্ন শ্রেণির ক্লাসের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়েছে। প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও এক দিন করে বাড়িয়ে দুই দিন করার চিন্তা ভাবনা চলছে।

 

Comments are closed.