Take a fresh look at your lifestyle.

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত স্কুলশিক্ষার্থীদের

267

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত রোববার (৪ এপ্রিল) অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে  সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করলো শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, দেশে করোনাভাইরাস এর বিদ্যমান পরিস্থিতির কারণে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে, গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়।

Comments are closed.