না ফেরার দেশে চলে গেলেন প্রধান শিক্ষক বদিউজ্জামান বদিয়ার
রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভূতছাড়া আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বদিয়ার ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ——-রাজিউন) ২৭/০২/২০২১ইং রোজ শনিবার রাত ৮.৪৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর। স্ত্রী ১ ছেলে ১ মেয়ে, মাতা,২ভাই ৬ বোন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্ডের সমস্যা জনিত রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে শিক্ষক,সুধী সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী শোক প্রকাশ করেছেন। রবিবার সকাল ১১ টায় ভূতছাড়া আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
Comments are closed.