Take a fresh look at your lifestyle.

পানিতে ডুবে প্রাণ হারালো শিশু শিক্ষার্থী

85

ঝালকাঠি জেলার রাজাপুরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হওয়া বন্যার পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে,২০২১ ) বিকেলে উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. সিয়াম হোসেন উপজেলার পিংড়ি গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে ও আযীযিয়া নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।
সিয়ামের বাবা মো. ফারুক হাওলাদার গণমাধ্যমকে জানান, ব্যবসার কারণেই মেডিকেল মোড় এলাকায় ভাড়া বাসায় থাকি। বুধবার সকাল থেকেই পাশের কোলায় (মাঠ) সহপাঠীদের সাথে খেলা করছিল। দুপুর থেকে তাকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে কোলার মধ্যের পুকুরে ভাসা অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শিশু শিক্ষার্থীর প্রাণ হারানোর এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.