Take a fresh look at your lifestyle.

চিত্রনায়ক শাহীন আলম আর নেই

393

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। আজ সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শাহীন আলম। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। ১৯৯১ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।

Comments are closed.