Take a fresh look at your lifestyle.

প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে …..

715

প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ইংশা আল্লাহ।

সম্মানিত শিক্ষকমন্ডলী আসসালামু আলাইকুম/ আদাব। 

আমরা এর আগে শিক্ষকদের নিয়ে একটি ধারাবাহিক প্রতিযোগিতা এর আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছিলাম।

কিন্তু আন্তর্জাতিক সমস্যা করোনার কারণে জীবন যাত্রা বেশ ভিন্নতর হয়ে যাওয়ায় তা শুরু করতে পারিনি।

আমরা আবার শুরু করতে চাই।

প্রতিযোগিতা কিসের?

এটি শিক্ষকদের জন্য প্রতিযোগিতা। এটি চলবে ধারাবাহিকক্রমে। তবে প্রত্যেক পর্বেই থাকবে পুরস্কার।

কোন একটি বিষয়ের উপরে বর্ণনা লিখতে হবে আমরা ছোট বেলায় যেমন রচনা লিখতাম।

বর্তমানে যেমন কম্পোজিশন লিখে থাকি অনেকটা সেরকম।

কেন?

মূলত আমাদের লেখার প্রতি মনোযোগ আকৃষ্ট করার জন্য। আমরা অনেকটাই বিশ্লেষণমূলক লেখা হতে দূরে সরে আছি এ জন্য এ প্রতিযোগিতা।

নিয়মাবলীঃ

প্রতিযোগিতার বিষয়াবলীর উপর লিখতে হবে।

লেখাটি উক্ত ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

যে লেখাগুলো সব থেকে সুন্দর হবে সেখান থেকে তিনজনকে দেয়া হবে যথাক্রমে ১ম জন ৫০০ টাকা মূল্যমানের বই, দ্বিতীয়জন পাবেন ৩০০ টাকা মূল্যমানের বই এবং তৃতীয়জন পাবেন ২০০ টাকা মূল্যমানের বই উপহার।

টাকাটা বড় কথা নয় কথা হলো পুরস্কার বা অর্জন।

পরবর্তীতে আমরা আরও বড় আকারে আয়োজন করতে পারব ইংশা আল্লাহ।

অংশগ্রহণকারীঃ

এ প্রতিযোগিতা শুধুমাত্র শিক্ষকদের জন্য। প্রাথমিক বা সমমান (যেমন এবতেদায়ি মাদরাসা বা কেজি বা এনজিও ) স্কুলের শিক্ষকগণ অংশ নিতে পারবেন।

গ্রুপের সদস্য, মডারেটর অংশ নিতে পারবেন তবে এডমিন অংশ নিতে পারবেন না।

লেখা জমাদানঃ

লেখার জন্য ১০ দিনের মতো সময় পাবেন। লেখা জমা দিতে হবে একটি ই-মেইলে (জি-মেইল)। লেখাটি একযোগে পাবলিশ করা হবে।

কী দিতে হবে লেখার সাথেঃ

লেখাটি মাইক্রোসফট অফিসে লিখতে হবে (ইউনিকোডে লিখলে সব থেকে ভালো হয়) ।

লেখার সাথে আপনার নিজের ছবি অথবা আপত্তি থাকলে বিদ্যালয়ের সম্মুখভাগের ছবি বা ছাত্রছাত্রীদের সাথে উঠা ছবি পাঠাতে হবে।

বিঃদ্রঃ বিজয়ী ঘোষণার পদ্ধতি বা মার্কিং সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে।

শুরুঃ

বিষয়বস্তু জানানো হবে ২২/২৩ তারিখের মধ্যে।

লেখা পাঠাতে পারবেন ত্রিশে মার্চ,২০২১ এর মধ্যে। লেখা প্রকাশ করা হবে ৫ তারিখের মধ্যে।

মার্ক প্রদান চলবে দশদিন পাবলিশ হওয়ার দিন থেকে। পুরস্কার প্রদান করা হবে ঈদের আগে ইনশা আল্লাহ।

কিছু বলতে চান?

আপনি কিছু বলতে চাইলে বা পরামর্শ দিতে চাইলে লেখার নিচে কমেন্টস করুন। ধন্যবাদ।

 

আমাদের প্রতিযোগিতার সকল বিষয় পাবেন এখানে

 

প্রতিযোগিতা নিয়ে উইকিপিডিয়ার ভাবনা

 

Comments are closed.