সুরা ফাতিহার বাংলা সরল অনুবাদ ও বর্তমানে করণীয়
(প্রশ্ন: প্রথম তিন আয়াত: আমরা কার ইবাদত করি??)
আয়াত নং-০১: সকল প্রশংসা যার এবং যিনিই সৃষ্টিজগতের অধিপতি।
আয়াত নং-০২: যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
আয়াত নং-০৩: যিনি বিচারদিনের মালিক।
(এজন্য আমরা কী করি? আল্লাহর কাছে সকল বিষয় থেকে পানাহ চাই)
আয়াত নং-০৪: তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।
(প্রশ্নঃ কেন আমরা তার কাছে সাহায্য চাইবো?)
আয়াত নং-০৫: যাতে আমরা সরল পথে চলতে পারি।
আয়াত নং-০৬: যাতে আমরা নিয়ামতপ্রাপ্তদের দলে ভিড়তে পারি।
আয়াত নং-০৬: যাতে আমরা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত না হই।
(শেষ নং আয়াতে দেখা যাচ্ছে যে, যারা বিভিন্ন কারণে রোগ ব্যাধি, অহংকার, দম্ভ ইত্যাদির কারণে অভিশপ্ত হয়েছিল তাদের দলে যেন আমরা না যাই এজন্য আল্লাহ তায়ালার দরবারে প্রার্থণা করা খুবই জরুরী।
এজন্য আমরা সুরা ফাতিহাসহ বিভিন্ন আয়াত ও আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর শেখানো দোয়া পড়ব। আসুন এমন পরিস্থিতিতে সকল কিছুর মালিক আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করি।)