মাত্র দেড় মাসে ৫৫ জেলায় করোনার আক্রমণ
বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হওয়ার দেড় মাসের মাথায় ৫৫ জেলায় দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৫টি জেলাতেই কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই, অর্থাৎ মোট আক্রান্তের ৭৩ শতাংশ হলো ঢাকা বিভাগের বাসিন্দা।
ঢাকা শহরের পরেই দ্বিতীয় স্থানে আছে নারায়ণগঞ্জ জেলা। এই জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৯২ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতেই আছেন ৩৬৪ জন। এখানে মারা গেছেন ৩৫ জন আর সুস্থ হয়েছেন ১৬ জন।
এভাবে সংখ্যার দিক থেকে রয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদীর অবস্থান। ঢাকা বিভাগের ১৩টি জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।