ধারাবাহিক গল্পঃ ইং বাং (পর্ব-০৩- এ পর্বে থাকছে, প্রতিষ্ঠানে ঘুটঘুটে অন্ধকারের আভাস)
একটা ছোট্ট টেবিলকে সামনে রেখে বসে আছেন কয়েকজন। একেবারে উত্তর দিকে যিনি বসে আছেন তার মুখ বিমর্ষে ভরা। কাঁচা দুধের আলতো ছোয়া লাগা সুন্দর মুখখানি কেমন মলিন হয়ে আছে যেন আষাঢ়ের ঘন কালো মেঘের ঘনঘটা। সারারাত ঘুম হয়নি তা মুখে সুস্পষ্ট। গতরাত আটটার সময় একটা ফোন আসার পর থেকেই এক অজানা আতঙ্ক, সম্মান হারানোর ভয়, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবার চিন্তায় মাথা কাজ করছে না। তাই তিনি রাত দশটার দিকে কয়েকজনকে ফোন করে স্কুল এন্ড কলেজের অফিসে ডেকে নেন। তার ডান পাশে বসে আছেন সফেদ দাড়িওয়ালা, মাথায় শুভ্র কেশধারী বুদ্ধিদ্বীপ্ত মানুষ। ইনি হলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি।অধ্যক্ষের শিক্ষকতুল্য সভাপতিকে অধ্যক্ষ সাহেব তার চেয়ারে বসার অনুরোধ করলেও সভাপতি সে চেয়ারে বসেননি। তিনি বলেছেন- মানুষের সম্মান হয় মন থেকে। আর প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে কখনও অন্য কারও বসা উচিৎ নয় হোক তিনি যত সম্মানীত বা অফিসার লেভেলের। তার যুক্তির অন্যথা করার সাধ্য কারও ছিল না। সভাপতির পরে বসেছেন কার্যকরী কমিটির এক নবীন সদস্য। এক এক করে বসে আছেন প্রতিষ্ঠানের শিক্ষক তিনজন। কলেজ লেভেল থেকে একজন ছাত্র, একজন ছাত্রী। হাইস্কুল লেভেলের অনুরুপ দু’জন। তিনজন অভিভাবক তার মধ্যে একজন মহিলা ও কমিটির একজন মহিলা সদস্য। সব শেষে বসেছেন স্কুল শাখার প্রবিণ শিক্ষক। আর তার পূর্বে বসেছে নবম শ্রেণির ছাত্র আহমদ আব্দুল্লাহ।
মিটিং চলার এক পর্যায়ে অধ্যক্ষ সাহেবনিচু করা মুখ সবার সামনে তুলে ধরে বললেন-স্কুল এবং কলেজ এক সাথে হওয়ার কারণে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হই এটা ঠিক আছে। আপনাদের দক্ষ হাতের ছোয়ায় সব সমস্যার সমাধান হয়েছে।আপনারা জানেন বর্তমানের সমস্যা একটা জাতীয় ইস্যু। কোনভাবেই রোধ করা যাচ্ছে না। গত রাতে আটটা সতেরো মিনিটে একজন সাংবাদিক জানালেন, আপনাদের অবহিত করা হয়েছে। তারপরেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। অগত্য দৃশ্যমান কোন পদক্ষেপ আমাদের কাছে স্পষ্ট হয়নি। সম্মানিত মানুষ হিসাবে আপনাদের দশদিন সময় দেয়া হলো যদি সমাধান না করেন তাহলে তা পত্রিকায় প্রকাশ করে দেয়া হবে।
কর্ণার থেকে একজন সচেতন মহিলা অভিভাবক যিনি মাঝে মাঝেই প্রতিষ্ঠানে আসেন এবং বিভিন্ন ভাল মন্দের খোঁজ খবর নেন তিনি বললেন, কিছু মনে করবেন না, কিছু টাকা পয়সা দিলেই তো ওদের মুখ বন্ধ হয়ে যায়।
অধ্যক্ষ তাকালেন স্কুল শাখার প্রবিণ শিক্ষকের দিকে। তিনি বুঝলেন অধ্যক্ষ সাহেব চাচ্ছেন তিনি কিছু বলুন। প্রবিণ শিক্ষক বললেন, অধ্যক্ষ সাহেবের অনুরোধে নিজের মনের বিরুদ্ধে গিয়েই বলেছিলাম কিন্তু কোন কাজ হয়নি।
কমিটির নবীন সদস্য বললেন, কত টাকা হলে কথা শুনবে। এটা বের করার দরকার ছিল। এক হাজার, পাঁচ হাজার, দশ হাজার কথাতো এক সময় সে শুনবেই। দুইশত টাকা দিলে ওরা পিছনে পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় করে।
আমি সেরকম ইঙ্গিতও দিয়েছিলাম। যেহেতু এটা এমন একটা বিষয় যা প্রকাশ হয়ে পড়লে প্রতিষ্ঠানতো অবশ্যই আমাদেরও মান সম্মান বলতে আর কিছু থাকবে না। তাই আমি নাম প্রকাশ না করেই তাকে লক্ষাধীক টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু তাতেও তিনি রাজি হননি। বললেন প্রবিণ শিক্ষকটি। একটু থেমে তিনি আবার বললেন, আমার অফারে তিনি আশ্চর্য্য হন এবং আমি শিক্ষক কি-না তিনি সন্দেহ প্রকাশ করেন। যা একজন শিক্ষকের কাছে খুবই অপমাণজনক। আমার লোভনীয় অফারের পরে তিনি বলেন, টাকা দিয়ে তিনি বিক্রি হবেন না। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধার সন্তান অন্যদিকে তার বাবা গ্রামের মসজিদে মারা না যাওয়া পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করেন। সুতরাং আমাদের মনে হয় সঠিক পথে এগুনো দরকার।
অধ্যক্ষ সাহেব বললেন, আমরা যে বসে নেই তা তো আপনারা জানেন। আমরা আমাদের মতো করে এগুচ্ছি অন্যদিকে সভাপতি মহোদয়ের পরামর্শ মোতাবেক কয়েকজন ছাত্রের উপর দায়িত্ব দেয়া হয়েছে। তারাও কাজ করছে। বলে তাকালেন আহমদ আব্দুল্লাহর দিকে।
আহমদ আব্দুল্লাহ নড়ে চড়ে বসে বলল, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা খুব একটা এগুতে পারিনি। তবে এগুনোর সুত্র পেয়ে যাব শীঘ্রই। আমার একটা প্রশ্নের উত্তর পাওয়া জরুরী তা হলো আপনারা মিটিং করার পর আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা প্রকাশ হয়ে পড়েছে। আমার বাবাকে ফোন করে এক অজ্ঞাতনামা বলে দিয়েছেন, আমরা যে পথে আগাচ্ছি তাতে ফল খুব খারাপ হতে পারে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সামনে এগুনো আমাদের পক্ষে কঠিন।
এটা একেবারেই অসম্ভব রকমের কথা হয়ে গেল! কারণ এই কমিটির বিষয়ে আমরা ছাড়া আর কেউ জানে না। বললেন কমিটির নবীন সদস্য।
আহমদ আব্দুল্লাহ বলল, জানি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আপনারা চাইলে আমার বাবার সাথে কি ধরণের কথা হয়েছে তার রেকর্ডিং শুনাতে পারি। তাছাড়া মুসা কালিমুল্লাহ মানে মাহিনের বাবার সাথে কি কথা হয়েছে তা তাঁর কাছ থেকেও জানতে পারি।
তোমার বাবাতো ড্যাঞ্জারাস মানুষ! ফোনের কথা কেউ রেকর্ডিং করে? বললেন মহিলা অভিভাবক। বলে তাকালেন আহমদ আব্দুল্লাহর দিকে।
আহমদ আব্দুল্লাহ বলল, দেখুন আমি ছোট মানুষ, আমার সাথে এভাবে কথা বললে আমি নির্ভয়ে কথা বলতে পারব না। আমার মনে হয় স্যার, আমাদের এই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি করা প্রয়োজন। কারণ অনুসন্ধান করার আগেই পরিচয় প্রকাশ হয়ে পড়লে অনুসন্ধান বাধাগ্রস্থ হয়। তবে আমি কিছু ক্লু (clue to) দিয়ে দেব আজকে। বলেই স্যারের দিকে তাকাল আহমদ আব্দুল্লাহ। তাকানোর পরে তার ভ্রু দুটি একটু কুঁচকে গেল। সে কথাটি বলতে বলতে প্রিন্সিপাল সাহেবের পিছনের জানালার পর্দার দিকে তাকিয়ে দেখল মনে হলো জানালার ওপার থেকে কেউ কথা শুনছে। মনে হলো হালকা জানালার পর্দা সরে গেল। সে মাথার উপর দিয়ে ঘারের পিছনে হাত দুটি নিয়ে চোখ বন্ধ করল। সে কি ভুল দেখছে? নাকি জানালার পর্দা বাতাসে নড়ে উঠেছে? মানুষ ছোট হলেও তার দেখা সাধারণত ভুল হয় না। ভাবছিল সে। তার চোখ বন্ধ করে ভাবা দেখে সবাই তার দিকে তাকিয়েছিল। তবে কেউ কিছু বললেন না। প্রিন্সিপাল সাহেব এক মিনিট পরে আহমদ আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, আহমদ তুমি কি অসুস্থ ফিল করছ?
না, স্যার। আপনি কি আমাদের পিয়ন কাকাকে একটু ডেকে দিতে পারবেন? উনি এখন কোথায় আছেন? আর যাকে পাঠাবেন তাকে আমি কয়েকটি কথা বলব যদি আপনি অনুমতি দেন।
তুমি কি কিছু সন্দেহ করছ?
না স্যার। তাকে ডাকলে একটু সুবিধা হতো। বলল আহমদ আব্দুল্লাহ।
ঠিক আছে ডাকছি। তাকে নাস্তা আনার জন্য রফিকের দোকানে পাঠানো হয়েছে আধা ঘন্টা আগে। এতক্ষণে চলে আসার কথা।
একজনকে দিয়ে পিয়নকে ডাকার জন্য বলা হলে সে এক মিনিটের মধ্যে এসে বলল, স্যার সে দোকান থেকে অনেক আগেই এসেছে। দোকানে গিয়ে বলেছে খুব তাড়াতাড়ি কর, এই এই জিনিসগুলো বের করে দাও। আর স্যার, আহমদের কথা অনুযায়ী আমি দুজন ছাত্রকে দিয়ে খোঁজ করতে বলেছি তারা কোথায়ও তাকে খুঁজে পায়নি।
নবীন সদস্য উঠে দাড়িয়ে বলল, স্যার আমরা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। পিয়ন কি করল এটা ভেবে কি সময় নষ্ট করা আমাদের ঠিক হবে? তার হয়তো অন্য কাজ থাকতে পারে। তাছাড়া আহমদ ঠিকই বলেছে স্যার, তদন্ত কাজ ছাত্রদের না দিয়ে আমাদের উপর ছেড়ে দেন। দেখেন এক সপ্তাহের মধ্যে বের করে ফেলব। আণুমানিক ধরে একটু পিটালেই সব স্বীকার করবে।
মিটিং এর মধ্যে কয়েকজন কমিটির নবীন সদস্যের কথা শুনে মাথাও ঝুকালো। আহমদ আব্দুল্লাহ মাথা ঝুকানো ব্যক্তিবর্গের দিকে খেয়াল করছিল খুব তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। তার ধারণা যদি সত্য হয় তাহলে সে নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য উদঘাটন করে ফেলবে। পিয়নের বিষয়টি সে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেনা কোন ভাবেই! বাতাসে পর্দা নড়লে আবছা ছায়া থাকবে না। গাছের পাতার ছায়াও যদি পড়ে তবুও ছায়াটি অত বড় হবে না। আর যেহেতু এখন সকাল সুতরাং টয়লেটের ছাদের ছায়াও পড়ার কথা না। আর পড়লেও কয়েক সেকেন্ডের জন্য তা সরে যাবে না। আহমদ এতটাই আনমনা হয়ে পড়েছিল যে, পিয়নকে ডাকার লোকের কথা এবং কমিটির নবীন সদস্য দুজনের কথা শুনে সে চিন্তার সমুদ্রে ঝাপ দিল। বিষয়টি প্রিন্সিপাল সাহেবের নজর এড়ায়নি। নিশ্চয়ই আহমদ কিছু ভাবছে। কারণ আহমদ ট্যালেন্ট ছাত্র এবং আনকমন টাইপের। এজন্য তার উপর দায়িত্ব দেয়া হয়েছে। প্রিন্সিপাল স্যারের ভাবনা শেষ না হতেই পিয়ন হন্ত-দন্ত হয়ে ছুটে এসে বলল, স্যার আমার পেটের খুব সমস্যা, স্যার। এর মধ্যে কয়েকবার টয়লেটে গেছি। স্যার, আমাকে ছুটি দেন, স্যার। আমি নাস্তা রেডি করতে দিয়েছি মহিলা আয়াকে।
প্রিন্সিপাল স্যার হাতের ঈশারায় অনুমতি দিলেন। তার মাথায় আহমদ আব্দুল্লাহর মতো চিন্তা ঘুরপাক খাচ্ছিল! মনে হচ্ছে আহমদ আব্দুল্লাহ’রা ঠিক পথেই এগুচ্ছে! আহমদের কমিটি ভেঙ্গে দেয়ার কথা বলার মধ্যে কোন রহস্য নেই তো? নবীন সদস্য কেন আহমদের কমিটি ভেঙ্গে দেয়াকে সায় দিচ্ছে? চিন্তার দুয়ার খুলে যাওয়া বাদ দিয়ে যেন আরও ঘনীভূত হচ্ছে!
চলবে ………………………